ই্উএনডিপির নতুন প্রকল্পে পার্বত্য চুক্তির আলোকে গঠিত প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে

Published: 31 Aug 2015   Monday   

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক  প্রতিনিধি ও সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিন সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে  সৌজন্য সাক্ষাত করেছন।

সাক্ষাতকালে রবার্ট ডি ওয়াটকিন বলেছেন, চলতি বছরে ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত কার্যক্রম সমাপ্ত হবে। আগামী বছর থেকে আরও একটি নতুন প্রকল্প গ্রহণ করা হবে। তবে এ নতুন প্রকল্পে  কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত বিষয় থাকবে না।

দক্ষ ইউনিসেফ, এএফও, ডব্লিউএইচও সংস্থাগুলো  কাজ করবে উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন এ প্রকল্পের মাধ্যমে ইউএনডিপি শুধু পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং এ সংক্রান্ত অন্যান্য কাজ করবে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে সাক্ষাতকালে পরিষদ  চেয়ারমান বৃষকেতু চাকমা, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন ছাড়াও পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর ডেপুটি ডিরেক্টর প্রসেনজিৎ চাকমা, প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন রব স্টোলম্যান এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার মিজ ঐশ্বর্য চাকমা  উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে উভয়ে রাঙামাটি পার্বত্য জেলায় ইউএনডিপি-সিএইচটিডিএফ এর অর্থায়নে পরিচালিত শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং ক্যাপাসিটি ডেভালাপমেন্ট কার্যক্রম সম্পর্কে মত বিনিময় করেন।

সাক্ষাতকালে রবার্ট ডি ওয়াটকিন আরও বলেন, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর  উদ্যোগে ২০০৯ সাল থেকে তিন পার্বত্য জেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রামে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে বিষয়ে জানার জন্য তিনি এ সফরে এসেছেন।

পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা  এসময় রবার্ট ডি ওয়াটকিনকে স্বাগত জানিয়ে বলেন, রাঙামাটি জেলার উন্নয়নে সরকারের পাশাপাশি টঘউচ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য যে সমস্ত উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি ইউএনডিপি-র সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, বিশেষ করে ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত এবং সদ্য সমাপ্ত শিক্ষা প্রকল্পের ৮৩টি স্কুলের জাতীয়করণের বিষয়ে মনোযোগ আকর্ষণ করেন। সরকার ইউএনডিপি প্রতিষ্ঠিত স্কুলগুলি জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু এ জন্য আরও কয়েক মাস লাগবে বিধায় এ প্রকল্পের সঙ্গে জড়িত প্রকল্প কর্মকর্তা এবং শিক্ষকদের বেতন জাতীয়করণ সম্পন্ন না পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য ইউএনডিপিকে তিনি অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত