মাসিক উন্নয়ন কমিটির সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত না থাকলে সংসদীয় কমিটির কাছে রিপোর্ট দেয়া হবে

Published: 31 Aug 2015   Monday   

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের  মাসিক জেলা উন্নয়ন কমিটির  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে  জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  এসময়  তিনি মাসিক উন্নয়ন কমিটির সভায় প্রতিষ্ঠানে কোন কর্মকর্তা উপস্থিত না হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে তার সর্ম্পকে রিপোর্ট করা হবে। কারণ সরকার তাদেরকে নিয়োগ দিয়েছেন জনগণের স্বার্থে জনগণের উন্নয়নে কাজ করার জন্যে। তাই  প্রতিটি সভায় উপস্থিত থেকে জেলার সমস্যাগুলোকে চিহ্নিত এবং সমাধানের পদক্ষেপ নিতে হবে।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে ডিডিএলজি উপ-সচিব মোঃ মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।  

সভায় ডিডিএলজি বলেন, এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এটিকে রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার শিশুর জন্ম নিবন্ধন ও স্কুল পড়–য়া যুবতীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে নতুন ২টি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এর একটি হলো সরকার শিশু জন্মের পর পরই মায়ের হাতে শিশু সুরক্ষা বিভিন্ন প্রসাধনী, স্যাভলন ও তোয়ালে প্রদান করবে। এতে জন্মনিবন্ধনের বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে। অন্যদিকে একই নিয়মে স্কুল পড়ুয়া যুবতীদের বয়ঃসন্ধিকালে তাদের হাতেও স্বাস্থ্য সুরক্ষার জিনিস প্রদান করা হবে। এতে করে স্কুল পড়ুয়া যুবতীদের স্কুলে উপস্থিতি অনেকাংশে বাড়বে। 

 অতিরিক্ত পুলিশ সুপার বলেন, লেক বেষ্ট্রিত এলাকা রাঙামাটি সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় রাস্তাঘাট ও ঘরবাড়ীর ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এ সময় পানি উন্নয়ন বোর্ডকে জেলার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের মুখ্য সময় বলে জানান। এখন যদি পরিকল্পনা মাফিক ডিজাইন ও প্রকল্প গ্রহণ করা হয় ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ রাঙামাটিবাসীকে পোহাতে হবে না। তিনি কোরবানকে সামনে রেখে চাঁদাবাজী, গরু ক্রয় বিক্রয়ের সময় জাল টাকা আদান প্রদানের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন।

হেডম্যান এসোসিয়েসনের সাধারণ সম্পাদক থোয়াইঅং মারমা জানান, বর্তমানে কাপ্তাই লেকে প্রচুর পরিমাণে কচুরীপানা হওয়াতে বিভিন্ন জায়গায় জনগণের যাতায়াতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে রোগীদের হাসপাতালে যেতে ও ব্যবসায়ীদের গন্তব্যে পৌঁছাতে অসুবিধা হচ্ছে। এ সমস্যা নিরসণে তিনি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত