মঙ্গলবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বনযোগীছড়া সদর দপ্তরে সেনা বাহিনী দুর্নীবার এগার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজর মোঃ শানাউল হক। এ সময় জুরাছড়ি জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল শাহান শাদী, বনযোগীছড়া ইউপি চেয়াম্যারম্যান সন্তোষ বিকাশ চাকমা, হেডম্যান করুনা ময় চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমাসহ জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এছাড়া বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজর মোঃ শানাউল হকের সহর্ধমীনি ও জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহান শাদীর সহধর্মীনি।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগীতায় মোট ১৬টি নৌকা অংশ নেয়। উপজেলার বড়ইতুলী ঘাট থেকে বনযোগীছড়া জোনের দপ্তরে ঘাট পর্ষন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সময় বর্ষার পানির ¯্রােত ও ঢেউয়ের মাঝে মাঝিদের সাজ আর বাদ্যর ঝংকারের মুখরিত হয়ে ওঠে নদীর দু’তীর। গতিময় নৌকার অনবরত বৈঠা চালানো দেখে মুগ্ধ হন হাজার হাজার মানুষ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.