রাঙামাটি সনাতন যুব পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব নির্বাচিত পর্ষদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙ্গামাটি সনাতন যুব পরিষদের সভাপতি জগন্নাথ ভদ্র’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, স্মৃতি বিকাশ ত্রিপুরা, ত্রিদীপ কান্তি দাশ, রাঙামাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সুনীল কান্তি দে ও বিশিষ্ট শিক্ষাবিদ বাদল চন্দ্র দে, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ড. আলো রাণী আইচ, রাঙামাটি পৌর সভার প্রাক্তন মেয়র হাবিবুর রহমান। বক্তব্য রাখেন,সদর উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সেলিম, রেড ক্রিসেন্টের প্রাক্তন সাধারণ সম্পাদক আকবর হোসেন চৌধুরী, সনাতন যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, শহর কমিটির উজ্জ্বল চৌধুরী, কলেজ কমিটির সাধারণ সম্পাদক অন্তন সেন শুভ ও দেবাশীষ পালিত রাজা । অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক লিটন দেব।
অনুষ্ঠানে রাঙামাটি সনাতন যুব পরিষদের শহর কমিটির পরিচিতি নব নির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
প্রধান অতিথির বক্ত্যব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, আওয়ামী সরকার একটি অসাম্প্রদায়িক সরকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, দেশের সকল জাতিগোষ্ঠীকে প্রাধান্যে দিয়ে সবসময় সকলের উন্নয়নে এ সংগঠনটি কাজ করে। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান পাহাড়ে বসবাসরত মানুষের প্রতি যেমন আন্তরিক ছিল তার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনি আন্তরিক।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে যখন অশান্তি বিরাজ করেই চলেছিল তখন এ এলাকার মানুষের শান্তি প্রতিষ্ঠায় আওয়ামীলীগ সরকার শাšি Íচুক্তি করেছে যা কোন সরকার পারেনি। তিনি বলেন, পাহাড়ের সকল সম্প্রদায়ের সমন্বয়ে জেলা পরিষদ গঠন করা হয়েছে যাতে করে সকল সম্প্রদায়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনৈতিকসহ সকল প্রকার উন্নয়ন ঘঠে।
তিনি বলেন, এ জেলার যেসব বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী রয়েছে কিন্তু হিন্দু শিক্ষক নেই সে সমস্ত বিদ্যালয়ে খুব শীর্ঘই হিন্দু শিক্ষক প্রেরণ করা হবে। তিনি সকল জাতির অংশিদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে এ জেলার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.