বান্দরবানে পুলিশের বাঁধায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পন্ড

Published: 01 Sep 2015   Tuesday   

বান্দরবানে পুলিশের বাঁধার কারনে মঙ্গলবার বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পন্ড হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়ার কারনে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি দুই পক্ষের নেতা কর্মীদের পুলিশ ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে বলে পুলিশের দাবী।

জানা যায়, বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে জেলা বিএনপি’র সভাপতি সাচিং প্রু জেরী সর্মর্থিত   নেতা-কর্মীরা শহরের চৌধুরী মার্কেটে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। প্রায় অর্ধ শত পুলিশ দুপুর ২টা থেকে বিএনপি’র জেলা কার্যালয় ঘেরাও করে রাখায় নেতা কর্মীরা প্রবেশ করতে না পেরে সামনে মাঠে অবস্থান নেয়।  এসময় পুলিশের সাথে নেতা-কর্মীরা বাক-বিতন্ডে জড়িয়ে পড়েন। পরে বিএনপি নেতা-কর্মীরা কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এ্যাড.কাজী মহতুল হোসাইন যত্ন।  এসময় তিনি বলেন,একটি কু-চক্রি মহলের ইন্ধনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনে পুলিশ বাঁধা প্রদান করছে। কোন প্রকারের উস্কানী ছাড়াই বিএনপি নেতা কর্মীদের পুলিশ কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ নাকি উপরের নির্দেশে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দিচ্ছে না। একদিন পুলিশকে এ ঘটনার জবাব দিতে হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারন করেন।

এদিকে একই সময় বান্দরবান বাজারের পৌর মার্কেটের সামনে পৌর মেয়র  ও বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ রেজা সমর্থীত বিএনপি’র নেতা কর্মীরা জড়ো হয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিতে চৌধুরী মার্কেটস্থ বিএনপি’র কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাঁধা প্রদান করে। পুলিশের বাঁধা পেয়ে পরে পৌর মার্কেটের সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদ্য বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ।

এদিকে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে বান্দরবান বাজারে বিএনপি দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়ার কারনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় অপ্রীতিকর ঘটনার অশংকায় বাজারের ব্যবসায়ীসহ সাধারন জনগনের মাঝে আতংক দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে প্রশাসন।

এ ব্যপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ আমির হোসেন জানান, বিএনপি’র সভাপতি সাচিং প্রু জেরী সমর্থিত নেতা-কর্মীরা চৌধুরী মার্কেটে বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি চেয়েছিল। একই সময়ে ও একই স্থানে অনুষ্ঠান পালন করায় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জাবেদ রেজা সমর্থীত বিএনপি’র নেতা কর্মীরাও অনুমতি চান। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বিএনপি’র কার্যালয়ে কোন পক্ষকে অনুষ্ঠান করার অনুমতি দেয়নি বলে জানান ওসি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত