রাঙামাটিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

Published: 02 Sep 2015   Wednesday   

বুধবার রাঙামাটিতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে  জেলার ২৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সর্বমোট ১৫লক্ষ ২৩হাজার টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।

জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এসুদমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল, জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য চিংকিউ রোয়াজা, জসীম উদ্দিন বাবুল, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছার। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আলপনা চাকমা।

অনুষ্ঠানে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে ২০১৪-২০১৫ অর্থ বছরে প্রাপ্ত অনুদানের চেক ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ  জেলার ১৫টি সংস্থার মাঝে ১লক্ষ ৬৮হাজার ও সরকারী স্বেচ্ছাসেবী ১৩টি সংস্থার মাঝে ১৩লক্ষ ৫৫হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাংলাদেশে বর্তমানে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা রয়েছে তা যদি ধরে রেখে অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব হয় তবে একদিকে যেমন জনগণের কল্যাণ সাধন হবে তেমনি আমাদের দেশও এক সময় বিশ্বের একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।

 তিনি  আরও বলেন, সমাজে অর্থনৈতিক উন্নয়ন ঘটলে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই যে উদ্দ্যেশে এ ঋণের চেক বিতরণ করা হচ্ছে সেটি যেন যথাযথ সমাজের মানুষের কল্যাণে কাজে আসে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত