বান্দরবানের সাবেক পৌর মেয়রসহ আটক২: কম্পিউটার জব্দ

Published: 02 Sep 2015   Wednesday   

বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তি করায় সাবেক পৌর মেয়র ও বর্তমান পৌর কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান বিপ্লব (৪০) ও ৮নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকন (৩৮)।

আটককৃত মিজানুর রহমান বিপ্লব ২০০৩ থেকে ২০১১ সালের জানুয়ারী পর্যন্ত বান্দরবান পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন। 

পুলিশ জানায়, ফেইসবুকে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিকৃত তথ্য ও অশ্লিল ভাষা ব্যবহার করে মন্তব্য করার অভিযোগ এবং তথ্য প্রমানের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এছাড়াও শহরের খানকাহ মার্কেটস্থ একতা প্রিন্টার্সের একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

সদর থানার ওসি তদন্ত আমির হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আটককৃতরা বঙ্গবন্ধুকে নিয়ে অশ্লিন ও বিকৃত তথ্য দিয়ে মন্তব্য করেছে। তিনি আরো জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবির হাসান বান্দরবানে এসে মিজানুর রহমানকে আটকের বিষয়ে সহযোগিতা চাই। উক্ত ম্যাজিস্ট্রটের নেতৃত্বে পুলিশ নিজ বাসা থেকে তাদের আটক করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত