রাজস্থলীতে আরাকান আর্মির সদস্যর আদালতে স্বীকারোক্তি জবাবন্দি ও বাকী দুই জনকে ৩ দিনের রিমান্ডে

Published: 03 Sep 2015   Thursday   

রাঙামাটির রাজস্থলীতে আটক মিয়ানমানের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সদস্যর বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন ও অপর দুই কেয়ারটেকারকে বিদেশী নাগরিক মামলায় আরও ৩ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সিআর পাল জানান, মিয়ানমারের বিছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির সদস্য অং ওয়েন রাখাইন ৫ দিনের রিমান্ডে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ মহসেন আদালতে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তি জবানবন্দি গ্রহন করা হয়েছে। স্বীকারোক্তিমূলক হিসেবে সে আরাকান আর্মির সদস্য, কিভাবে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ ও কোথায় চিকিৎসা গ্রহন ছাড়াও আশ্রয়দাতা পলাতক আসামী ডা.রানিন সোয়ের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছে। এছাড়াও সে অনেক গুরুত্বপুর্ন তথ্য দিয়েছে যা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।

সহকারী পুলিশ আরও জানান, একই বিজ্ঞ আদালতে পলাতক আসামী ডা. রানিন সোয়ের বাড়ী থেকে আটক দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমার কাছ থেকে অধিকতর তথ্যর জন্য পুলিশ আদালতের কাছে আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করে। এতে আদালত দুজনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগে ৫দিনের রিমান্ডে নেয়ার তাদের কাছ  থেকে অনেক তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই   তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য,গেল বুধবার রাজস্থলীতে পলাতক ডা. রানিন সোয়ের বাড়ী থেকে মিয়ানমানের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সহযোগী সদস্য অং ওয়েন রাখাইনকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করে। একদিন পর শুক্রবার বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। বাড়ীর মালিকসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে শুক্রবার রাতে রাজস্থলী থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলার পর গত রোববার বিদেশী নাগরিক আইনের মামলায় তাদের আদালতে তোলার পর বিজ্ঞ আদালত তিন জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত