খাগড়াছড়ির অফিসার্স ক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠিত

Published: 03 Sep 2015   Thursday   

খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজের সিনিয়র প্রভাষক এম রাশেদুল হক-কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে অফিসার্স ক্লাবের ২৮সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের সাধারণ সভার  দ্বিতীয় অধিবেশনের পর এ কমিটি গঠন করা হয়। এর আগে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও অফিসার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মজিদ আলী(বিপিএম)সেবা, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুস সবুর খান, সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, পাজেপ নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, এপিবিএন মহালছড়ির অধিনায়ক মোঃ জমশের আলীসহ প্রমূখ।

সভায় উম্মুক্ত আলোচনায় বক্তারা অফিসার্স ক্লাবের কার্যক্রম গতিশীল করা এবং ক্লাবের সদস্যদের ক্লাবমুখী করার গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত