পানছড়িতে সর্বজন পূজনীয় শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবিরের ৫১তম জন্ম দিবস শনিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির মাঠে শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবিরের জন্ম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্যা শতরুপা চাকমা,পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য মিন্টু বিকাশ চাকমা, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে উন্নয়ন কমিটির সভাপতি ও পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা প্রমূখ। এসময় পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে বুদ্ধ মূর্তিদান, সংঘদান ও অষ্টপরিস্কার দান করা হয়।
শনিবার সকাল সাড়ে আটটায় জন্ম দিনের কেক কেটে উদ্ধোধন করেন শান্তিপুর অরণ্য কুটিরের প্রতিষ্ঠিাতা ও অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির। এরপর এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী উপস্থিত দায়ক দায়িকারা ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
স্ব-ধর্ম দেশনায় শাসন রক্ষিত মহাস্থবির বলেন-বৌদ্ধ ধর্ম মৈত্রীর ধর্ম। জাতি-ধর্ম-বর্ণ, সম্প্রদায় মনে না করে সবাইকে রাগ-হিংসা ত্যাগ করে বুদ্ধের অহিংসা নীতি পালন করে মৈত্রীময় চিত্তে থাকার জন্য সবাইকে আহবান জানান।
প্রধান অতিথি বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী কুটিরের সকল প্রকার উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকার ঘোষনা দিয়ে বলেন,পাহাড়ী-বাঙালী সবাইকে মৈত্রী চিত্তে থাকতে হবে। এতে পাহাড়ী-বাঙালীর সম্প্রীতি আরো সুদৃঢ় হবে। ফলে এলাকায় উন্নয়নের জোয়ারও বইবে। তিনি উপস্থিত সবাইকে বুদ্ধের নীতি পালন করারও আহবান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.