ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে শনিবার বান্দরবানে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে শুক্রবার রাতে স্থানীয় রাজবাড়ী ময়দানে চার দিন ব্যাপী জন্মাষ্টমীর অনুষ্ঠানের উদ্ধোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয়ে শনিবার মঙ্গলবার শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আবু জাফর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্পনা বৈদ্যসহ বিভাগীয় কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক চট্টগ্রামের ভুবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উমানন্দ ব্রম্মচারী মহারাজ এর আগে শহরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী। এসময় সনাতনী ধর্মালম্বিদের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
এর আগে রাতে শুক্রবার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে স্থানীয় রাজবাড়ী ময়দানে চার দিন ব্যাপী জন্মাষ্টমীর অনুষ্ঠানের উদ্ধোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী অঞ্জন দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী পিএসসি, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, বান্দরবান জেলা আওয়ামীলীগের ভার প্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ইসলাম বেবি,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানী,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,আওয়ামীলীগ নেতা মানস কান্তি দাশ প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়,ধর্ম নিরপেক্ষতার অর্থই হচ্ছে স্ব স্ব ধর্ম পালন করার সাংবিধানিক নিশ্চয়তা। জাতীর জনক বঙ্গবন্ধুই একমাত্র চার মুল নীতির মাধ্যমে স্ব স্ব ধর্মকে পালন করার সাংবিধানিক স্বীকৃতি প্রদান করেছেন।
ধর্ম যার যার উৎসব সবার উল্লেখ করে তিনি আরও বলেন, বান্দরবানের উৎসব সমগ্র বাংলাদেশকে হার মানিয়েছে। বান্দরবান যে একটি সম্প্রীতির দেশ তার প্রমান হচ্ছে সকল ধর্মের ধর্মীয় উৎসব সমুহ। তিনি বলেন বান্দরবানের মতন অন্য কোথাও এত সু-শৃংখলভাবে ধর্মীয় উৎসব পালন করার নজির বাংলাদেশের অন্য কোথাও নাই। সকল ধর্মের মুল নীতি একটাই। সেই মুল নীতিকে অনুসরন করে অভিষ্ট লক্ষে যিনি পৌঁছতে পারবে তিনিই হবে জগতের শ্রেষ্ট মানুষ। প্রতিমন্ত্রী বান্দরবানের সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে দেশ সেবায় সকলকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.