ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে শনিবার বান্দরবানের লামায় বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের করা হয়।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক লামা পৌরসভা মেয়র তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বিজয় কান্তি আইচ, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ সহ লামা কেন্দ্রীয় হরি মন্দিরের নেতৃবৃন্দ ও পূজনীয় লোকজন প্রমূখ।
মঙ্গল শোভাযাত্রাটি লামা কেন্দ্রীয় হরি মন্দির থেকে শুরু হয়ে লামা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গন গিয়ে শেষ হয়। সনাতন সম্প্রদায়ের নর-নারীরা বিভিন্ন ব্যানার ফেষ্টুন ও ভগবান শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি বানিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.