ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে রাঙামাটিতে মঙ্গল শোভা যাত্রা

Published: 05 Sep 2015   Saturday   

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার রাঙামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পূজা উদযাপন পরিষদ উদ্যোগে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ২৯৯নং আসনের রাঙামাটির সাংসদ ঊষাতন তালুকদার।  এ সময় প্রধান অতিথি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে  শোভাযাত্রার উদ্ধোধন করেন।

ধর্মীয় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান, পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, রাঙামাটি সদর সার্কেল এসপি চিত্ত রঞ্জন পাল প্রমুখ। রাঙামাটির বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধি ও সনাতন সম্প্রদায়ের মানুষ এ মঙ্গল শোভাযাত্রায় যোগ দেয়। আলোচনা সভা শেষে  একটি মঙ্গল শোভা শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত