রাঙামাটির রাজস্থলীতে বিদেশী আইনে আটক দুই বাড়ীর কেয়ারটেকারকে জেল হাজতে প্রেরন

Published: 06 Sep 2015   Sunday   

রাঙামাটির রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রানিন সোয়ের বাড়ীর  কেয়ারটেকার ও বিদেশী নাগরিক আইনে মামলার দুই আসামীকে তিন দিনের রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করা হয়েছে। তবে পুলিশ আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ ও সোমবার মামলার শুনানীর দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ২৬ আগষ্ট রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রানিন সোয়ের বাড়ী   থেকে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইনকে এবং  ২৮ আগষ্ট বাড়ীর দুই  কেয়ারটেকারকে যৌথ বাহিনী আটক করে। বাড়ীর মালিকসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইন আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি জবানবন্দি  নেয়ার পর  জেল হাজতে রয়েছেন। অপর দুই বাড়ীর কেয়ারটেকারকে বিদেশী নাগরিক আইনের মামলায় ৫ দিন রিমান্ড শেষে ফের আরও ৩ দিনের  রিমান্ড  নেয়া হয়।

জানা যায়, রাজস্থলীতে বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রানিন সোয়ের বাড়ীর কেয়ারটেকার এবং সন্ত্রাস দমন ও বিদেশী নাগরিক আইনে মামলার আসামী মংচু অং মারমা ও চুইস অং মারমাকে তিন দিনের রিমান্ড শেষে  রোববার রাঙামাটির বিজ্ঞ অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে  তোলা হয়।  এতে পুলিশ আদালতের কাছে  তাদের বিরুদ্ধে আরও ৫ দিনের রিমান্ড আবেদন জানায়। আদালত রিমান্ড না মঞ্জুর করে তাদের  জেল হাজতে প্রেরনের নির্দেশ এবং আদালত সোমবার দুজনের বিরুদ্ধে করা সন্ত্রাস দমন ও বিদেশী নাগরিক আইনের মামলার শুনানী ধার্য করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত