রুমায় অস্ত্র দুই যুবক আটক

Published: 06 Sep 2015   Sunday   

রোববার বান্দরবানের রুমা থেকে দুটি বিদেশী অন্ত্র ৭০ রাউন্ড গুলি চাঁদার রশিদসহ ২ যুবককে আটক করেছে সেনাবাহিনী। 

জানা  গেছে,রোববার ভোর রাতে রুমা জোনের কর্মকর্তা মেজর মেহেদীর নেতৃত্বে সেনা সদস্যরা  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রুমার চর এলাকা থেকে মিহির চাকমা (৩৭) ও উক্যচিং মারমা (২৫) নামের দুই যুবককে আটক করে। এদের কাছ থেকে আমেরিকার তৈরী দুটি অন্ত্র ছাড়াও একে ২২ রাইফেলের ৫০ রাউন্ড ও পিস্তলের ২০ রাউন্ড গুলি, ৪টি চাঁদার রশিদ বই, আদায়কৃত চাঁদার দুই লক্ষ টাকা, ৫টি মোবাইল সেটসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত দুজনই জনসংহতি সমিতির সদস্য বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এদের মধ্যে মিহির চাকমার বাড়ি রাঙামাটির জুরাছড়ি এলাকায় ও উক্যচিং মারমার বাড়ি রুমায়। আটকৃতদের রুমা জোনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীর্ঘদিন থেকে একটি চক্র রুমাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর নাম দিয়ে ব্যাপক ভাবে চাঁদা আদায় করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত