মানিকছড়িতে হামলাকারীদের গ্রেফতার ও আটক দুই গ্রামবাসীর মুক্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

Published: 06 Sep 2015   Sunday   

খাগাছড়ির মানিকছড়ি উপজেলার চোক্যাবিল গ্রামে পাহাড়িদের উপর হামলাকারীদের গ্রেফতার, আটক দুই নিরীহ গ্রামবাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

মানিকছড়ি-রামগড় ভূমি রক্ষা ছাত্র-যুব-নারী কমিটির সদস্য উষাঅং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,মানিকছড়ি-রামগড় ভূমি রক্ষা ছাত্র-যুব-নারী কমিটির ব্যানারে মানিকছড়ি উপজেলার গবমারা এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সুইনুমং মাষ্টার, কলেজ ছাত্র উষাঅং মারমা ও স্কুল ছাত্রী উক্রাসিং মারমা প্রমুখ। সমাবেশে চার শতাধিক ছাত্র-যুবক-নারী ও এলাকার লোকজন অংশ নেন।

বক্তারা  অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে সেটলার বাঙালিরা মনাদং পাড়া, বকরি পাড়া ও হাফছড়ি এলাকায় পাহাড়িদের জায়গা-জমি বেদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের প্রতিরোধের মুখে সেটলারদের ষড়যন্ত্র, নীলনক্সা ভেস্তে গেলে তারা আবার নতুন চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে। তারই অংশ হিসেবে মানিকছড়ির লাপাইদং পাড়ায় গত ২ সেপ্টেম্বর রাতে পরিকল্পিতভাবে আবদুল মতিন নামে এক বাঙালিকে হত্যা করে উল্টো পাহাড়িদের উপর দোষ চাপানো হয়। এর মাধ্যমে সাম্প্রদায়িক হামলা চালিয়ে পাহাড়িদের নিজ বসতভিটা ও জায়গা-জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। আব্দুল মতিন হত্যার ঘটানা সাজানো নাটক ছাড়া আর কিছু নয় বলে বক্তারা দাবী করেন।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, ষড়যন্ত্রমূলকভাবে আব্দুল মতিনের হত্যার ঘটনাকে পুঁজি করে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গত ৪ সেপ্টেম্বর জিয়ানগর গুচ্ছগ্রামের মো: মোজাম্মেলের নেতৃত্বে ৪০থেকে ৫০ জনের একদল সেটলার চোক্যাবিল গ্রামে পাহাড়িদের উপর হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করে। এর আগে ৩ সেপ্টেম্বর লাপাইদং পাড়ার বাসিন্দা রিপ্রুচাই মারমা ও উষামং মারমাকে মারধর করে পুলিশের কাছে সোর্পদ করে মিথ্যা হত্যা মামলা দিয়ে  তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেফতার, আটক নিরীহ গ্রামবাসী রিপ্রুচাই মারমা ও ঊষামং মারমাকে নিঃশর্ত মুক্তি, সেটলারদের দিয়ে পাহাড়িদের জায়গা-জমি বেদখল বন্ধসহ  বিভিন্ন দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত