রাঙামাটির রাজস্থলীতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির সদস্য অং ওয়েন রাখাইন ও তাদের দুই সহযোগী মং সু অং মারমা, জশো অং মারমাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার রাঙামাটির জজ আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী’র আদালত শুনানী শেষে এ রিমান্ড আদেশ প্রদান করেন।
রাঙামাটি কোর্টের পুলিশ পরিদর্শক মামিনুল ইসলাম জানান, রাঙামাটির রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা পলাতক ডা. রানিন সোয়ের বাড়ী থেকে আটক আরাকান আর্মির সদস্য অং ওয়েন ও বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে সন্ত্রাস দমন ও বিদেশী আইন মামলায় আজ সোমবার সকালে রাঙামাটির জজ আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী’র আদালতে তোলা হয়। আদালতের কাছে পুলিশ সন্ত্রাস দমন আইনে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরো জানান, আটক দুই কেয়ারটেকারকে পুলিশ বিদেশী নাগরিক সম্পর্কিত আইন মামলায় আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই আসামীকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে একদিন জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ আগষ্ট রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রানিন সোয়ের বাড়ী থেকে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইনকে এবং ২৮ আগষ্ট বাড়ীর দুই কেয়ারটেকারকে যৌথ বাহিনী আটক করে। বাড়ীর মালিকসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইন আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি জবানবন্দি নেয়ার পর জেল হাজতে রয়েছেন। অপর দুই বাড়ীর কেয়ারটেকারকে বিদেশী নাগরিক আইনের মামলায় ৫ দিন রিমান্ড শেষে ফের আরও ৩ দিনের রিমান্ড নেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.