দীঘিনালায় সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ, বিপুল পরিমাণের অস্ত্র ও গুলি উদ্ধার

Published: 07 Sep 2015   Monday   
উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র।

উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বোয়ালখালী ইউনিয়নের দুর্গম ছাদকছড়া নামক স্থানে সোমবার ভোরে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি মেশিনগানসহ বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনা সদস্যরা। এসময় বড়শোভা চাকমা (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের সমর্থিত বলে সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হলেও সংস্কারপন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের পক্ষ তা অস্বীকার করা হয়েছে। 

জানা গেছে, দীঘিনালা উপজেলায় বোয়ালখালী ইউনিয়নের দুর্গম ছাদকছড়া নামক স্থানে গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মহসিন রেজা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ একটি অস্তানায় অবস্থান করছে তার নিশ্চিত হওয়ার পর পুরো এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনীর সদস্যরা। এতে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনীকে লক্ষে করে গুলি ছূড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এসময় কেউই হতাহত খবরাখবর পাওয়া যায়নি। এসময় বড়শোভা চাকমা (৪৫) নামে একজনকে আটকসহ বিপুল পরিমাণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ১ টি মেশিনগান, ২ টি এস এম জি, ২ টি এস এ লার, ১ টি গেনেড, ৯ টি ম্যাগাজিন ও ৪৫০ রাউন্ড গুলি। তাছাড়াও ঘটনাস্থল থেকে ৮ টি মোবাইল সেট, ১ টি ডিভিডি ও ৬ সেট সেনাবাহিনীর পোষাক।

সূত্র আরও জানায়,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে তিনটি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত রয়েছে। এসব সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা মাঝে মধ্যে সেনাবাহিনীর সাথেও বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। তবে সন্ত্রাসীরা আইনশৃংখলা বাহিনীর হাতে ধরা পড়লে কিংবা অস্ত্র উদ্ধার করা হলে কোনো সংগঠনই তার দায় স্বীকার করে না।
এদিকে, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের সমর্থিত বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলেও সংগঠনের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা তা অস্বীকার করেছেন। তিনি জানান, তাদের সশস্ত্র কোনো সদস্য কিংবা সংগঠন নেই। তার সংগঠন জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠায় গনতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।

কড়ইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহাবুব আলম সাংবাদিকদের জানান,দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী সন্ত্রাস ধমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় সোমবার পোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মহসিন রেজা’র নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্ত্রাসীরা কোন পক্ষের জানতে চাই তিনি জানান, প্রাথমিকভাবে সংস্কারপন্থী জনসংহতি সমিতি সমর্থিত বলেই আমরা ধারনা করছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত