আজ বৃহস্পতিবার দেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় গুরু শ্রাবকবুদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের(বন ভান্তে) দ্বিতীয় তম মহাপরিনির্বাণ বার্ষিকী।এ উপলক্ষে রাঙামাটির রাজ বন বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে।উল্লেখ্য, ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে বার্ধক্যজনিত রোগে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় আর্যশ্রাবক বনভান্তে পরিনির্বাণ(দেহ ত্যাগ) লাভ করেন।বর্তমানে বনভান্তের মরদেহটি রাঙামাটির রাজ বন বিহারে বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ অবস্থায়(বিশেষ কফিন) রাখা হয়েছে।পরিনির্বাপ্রাপ্ত আর্যশ্রবাক বনভান্তের দ্বিতীয় তম মহাপরিনির্বাণ বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজ বন বিহারের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালের দিকে পঞ্চশীল গ্রহন, অষ্টপরিস্কারদান এবং দুপুরের দিকে মহাপরিনির্বাণপ্রাপ্ত বনভান্তের উদ্দেশ্য ধর্মীয় অনুষ্ঠান ও স্মরণ সভা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করা হবে। অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত ও পুনার্থী শরিক হওয়ার কথা রয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.