রোয়াংছড়িতে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্ধাধন

Published: 07 Sep 2015   Monday   

বান্দবানের রোয়াংছড়ি উপজেলায় সোমবার  ডিজিটাল মেলা ও  ইন্টারনেট সপ্তাহের উদ্ধাধন করা হয়েছে।

রোয়াংছড়ি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ডিজিটাল মেলা ও  ইন্টারন্টে সপ্তাহের উদ্ধাধক ও প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো: মিজানুল হক চৌধুরী। নির্বাহী অফিসার মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান ক্যবামং মার্মা,ভাইস-চেয়ারম্যান শ্রী ক্যসাইনু মার্মা,বান্দরবানে বিআরডিবি উপ-পরিচালক শঙ্ককুমার পাল,রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল(ওসি),রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান সাহ্লামং মার্মা,নোয়াপতং ইউপি চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চঙ্গ্যাঁ,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনা তঞ্চঙ্গ্যাঁ(বিশ্ব)।

এসময় উপজেলা প্রশাসনে কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃবন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প কর্মসুচি বাস্তবায়নগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি।

প্রধান অথিতি জেলা প্রশাসক মো: মিজানুল হক চৌধুরী বলেন, সরকার উন্নয়নে ধারা ডিজিটেল বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছে।প্রতিটি জেলা-উপজেলা ইন্টারনেটের মাধ্যমে সংযোগে বিভিন্ন তথ্য সরবরাহ লক্ষে নিশ্চিত করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত