খাগড়াছড়িতে সচেতনতামূলক মতবিনিময় সভা

Published: 08 Sep 2015   Tuesday   

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দ্বন্দ্ব  ও সহিংসতা ক্ষতিকর দিক বিষয়ক সচেতনতার লক্ষে মঙ্গলবার খাগড়াছড়িতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে লোকাল ট্রাস্ট বির্ল্ডাস এলায়েন্স আয়োজনে ইউএনডিপি-সিএইচটিডিএফ সহযোগিতায় কলেজ শিক্ষার্থীদের নিয়ে   আয়োজিত সভায় সভাপতিত্ব করেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ প্রকৌশলী নুরুল হাকিম। লোকাল ট্রাস্ট বির্ল্ডাস এলায়েন্স সাধারণ সম্পাদক ধীমান খীসা সঞ্চালনায় অন্যান্যর মধ্যে  বক্তব্য রাখেন সিএইচটিডিএফে মঙ্গল বাসী চাকমা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা,  লোকাল ট্রাস্ট বির্ল্ডাস এলায়েন্স সভাপতি নমিতা চাকমা ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গণিত বিভাগে শিক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ । এ সময় ছাএ-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন লাভলী ত্রিপুরা, বোধিসত্ব চাকমা, সারিনা জহুর ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত বিভিন্ন জাতিগোষ্ঠিদের মাঝে ধর্মীয়, জাতিগত,সাংস্কৃতিক, ইত্যাদি ভিন্নতা ও বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ¦ময় পরিবেশ সৃষ্টি হয়েছে । ট্রাস্ট বির্ল্ডাস এলায়েন্স যে কোন সহিংসতা বিরুদ্ধে সচেতনতা জন্য কাজ করে যাচ্ছে । এলায়েন্স মনে করে মানসম্মত মৌলিক শিক্ষা  নিশ্চিতের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা  করা সম্ভব ।

বক্তারা আরও বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি সম্প্রতি বজায় রাখা, সহিংসতা মুক্ত, শিক্ষা পরিবেশ বুদ্ধিবৃত্তিক ও চিন্তাচর্চাভিত্তিক শিক্ষা ব্যবস্থা করা গেলে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা বা মতপার্থক্যকে সহজভাবে মানসিকতা তৈরি হবে । আগামীর প্রজন্মের জন্য যে চ্যালেঞ্জ গ্রহন করতে নির্ভীক ছাত্রনেতৃত্ব ও ছাত্রসমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত