ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকারকে পতন ঘটাতে হবে -দীপেন দেওয়ান

Published: 08 Sep 2015   Tuesday   

বিএনপির কেন্দ্রীয় সহ ধর্শ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. দীপেন দেওয়ান অভিযোগ করে বলেছেন,বর্তমান আওয়ামীলীগ সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) এ দেশ থেকে নিচিহ্ন করতে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা মামলা গুম হত্যা সহ নানা হয়রানি অব্যাহত রেখেছে। সরকারের এ স্বৈরাচারী আচরণে এ দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়েছে। তাই আগামীতে দেশ নেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সম্মেলনের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী এ সরকারকে পতন ঘটাতে হবে।

মঙ্গলবার রাঙামাটির বরকল উপজেলা শাখার সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উপজেলা সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহআলম সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন,স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি দেবজ্যোতি চাকমা, তমীর আলী,মোঃ জাফর বেলাল হোসেন শাহ আলম কবীর হোসেন আবদুল মালেক প্রমুখ ।এসময় বিএনপির জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের মাধ্যমে বরকল উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। এতে সভাপতি জিসেবে ছিদ্দিক ব্যাপারী, সাধারন সম্পাদক জাহাংগীর আলম (মেম্বার) ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজরুলকে করে ১০১ সদস্য বিশিষ্ট বরকল উপজেলার বিএনপির নতুন কমিটি নির্বাচিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত