পৌরসভার সেবার মান উন্নয়নে পৌর কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

Published: 08 Sep 2015   Tuesday   

রাঙামাটি পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে পৌরসভার সেবার মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার রাঙামাটি পৌর কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি  পৌল মেয়রের সভা কক্ষে মতবিনিময় সভায় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি চাঁদ রায়। এসময় রাঙামাটি পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, সনাক সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নেয়াজ আহমেদ, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমাসহ পৌর কাউন্সিলর,পৌর কর্মকর্তা এবং সনাক ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন  টিআইবি-এর রাঙামাটি এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল অালম। 

 মতবিনিময় সভায় বক্তারা তথ্যের উন্মুক্ততা ও অভিযোগ নিস্পত্তি এবং নিস্পত্তির কৌশল, পরিস্কার পরিচ্ছন্নতা ও আবর্জনা ব্যবস্থাপনা, পরিবেশ দূষন রোধ, স্বাস্থ্য সেবা এবং অর্থ বছরে নারী ও মারজিনালাইজডের জন্য বার্ষিক বরাদ্দ এবং স্ট্যান্ডিং কমিটির কার্যকারীতা নিয়ে আলোচনা করা হয়।

সভায়  পৌর মেয়র বলেন, তাদের সাধ্যমত পৌরবাসীর সুযোগ সুবিধা এবং সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। শহর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি’র (টিএলসিসি) বিভিন্ন সভা করা হয়েছে এবং ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি (ডব্লিউএলসিসি) মাধ্যমে সুপারিশ করা হচ্ছে বাস্তবায়নের জন্য। বর্তমানে জনগনকে আরও অধিকতর সম্পৃক্ত করার জন্য প্রত্যেক ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে।  তিনি সনাক- টিআইবি-কে উঠান বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।   তিনি আরও বলেন,পরিবেশ সংরক্ষনে বন বিভাগের অনিহার কারনে তিনি ব্যর্থ হয়েছেন। পৌর সভায় কোন চিকিৎসক নেই,  মেয়রের নিজ উদ্যোগে একজন  চিকিৎসককে সপ্তাহে এক দিন সেবা দেয়ার জন্য রাজী করিয়েছেন। তাছাড়া টিকাদান কর্মসূচী চালু রয়েছে।

তিনি জানান দায়িত্বকালীন সময়ে পৌর এলাকায় ১১ টি পাবলিক টয়লেট, ০৯ টি যাত্রী ছাউনি নির্মান করা হয়েছে এবং আরও ০৬ টি যাত্রী ছাউনি নির্মানের প্রক্রিয়ায় রয়েছে।  নারী ও মারজিনালাইজডদের ক্ষেত্রে আর্থিক বরাদ্দের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন বর্তমান অর্থ বছরে নারীদের উন্নয়ন কার্যক্রমের জন্য ৩৮ লক্ষ টাকা এবং বস্তিবাসীদের উন্নয়নের জন্য ৬৩ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে”।  সনাক এর পক্ষ থেকে সুপারিশ করা হয় ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি (ডব্লিউএলসিসি) এর সভায় সনাকের একজন সদস্য উপস্থিত থাকার জন্য এবং সুপারিশের প্রেক্ষিতে মেয়র সম্মতি জ্ঞাপন করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত