বান্দরবানে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

Published: 08 Sep 2015   Tuesday   

মঙ্গলবার বান্দরবানে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের  উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের বিগ্রেডিয়ার জেনারেল নকিব আহম্মেদ চৌধুরী। জেলা প্রশাসক মো.মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান,পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশীদ আমিন,পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ বিভিন্ন সরকারী -বেসরকারী অফিসের কর্মকর্তারা।  এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্টানের কর্মকর্তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেয়।

আলোচনা সভায় বক্তারা বলেন,শিক্ষার কোন বিকল্প নেই , আজকের শিশু আগামী দিনের ভবিষৎ ,তাই শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত  সকলের স্বাক্ষরতার প্রয়োজন অনস্বীকার্য ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত