জেলা পরিষদ এখন দুর্নীতির আখড়া ও দলীয় পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে

Published: 08 Sep 2015   Tuesday   

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি বাস্তবায়ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিলের দাবিতে মঙ্গলবার রাঙামাটির নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র পরিষদ(পিসিপি)।

সমাবেশে বক্তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলা পরিষদের দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, জেলা পরিষদ এখন দুর্নীতির আখড়া ও দলীয় পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতি করা হয়েছে। এভাবে দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের ফলে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থার দিনদিন অবনতি হচ্ছে।

পাহাড়ি ছাত্র পরিষদ নানিয়ারচর থানা শাখার দপ্তর সম্পাদক রিন্টু চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, উপজেলা মাঠে  আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি`র নানিয়ারচর থানা শাখার সভাপতি রিপন আলো চাকমা। বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি কুনেন্টু চাকমা, সাধারণ সম্পাদক অনিল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সদস্য মন্টি চাকমা প্রমুখ। এর আগে উপজেলা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নানিয়ারচর বাজার প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে  শেষ হয়। 

সমাবেশে বক্তারা আরও বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ ২০০০ সাল থেকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল সংখ্যালঘু জাতিমূহের নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু সরকার এখনো দাবি বাস্তবায়নে এগিয়ে আসেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের মাতৃভাষায় শিক্ষার অধিকার আদায়ের এই আন্দোলন চলবে।

বক্তারা বলেন, একদিকে সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের কথা বলে অন্যদিকে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে পাহাড়ি উচ্ছেদের নীলনক্সা বাস্তবায়ন করছে। যার কারণে এখানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান বৃদ্ধির উদ্যোগ গ্রহণ না করে সরকার পার্বত্য চট্টগ্রামের জনগণের আপত্তি সত্ত্বেও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনে মরিয়া হয়ে উঠেছে।

বক্তারা অবিলম্বে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ পিসিপি`র উত্থাপিত ৫ দফা দাবি বাস্তবায়ন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিল, নিপীড়ন-নির্যাতন, অন্যায় ধরপাকড়, ভূমি বেদখল ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত