জুরাছড়িতে ডিজিটাল মেলা ও ইন্টারনেট মেলা সমাপ্ত

Published: 08 Sep 2015   Tuesday   

জুরাছড়ি উপজেলায় দুদিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ মঙ্গলবার সমাপ্ত হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাবের প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় সমাপনী দিনে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারী, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান-সচিবগণ, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর, অনলাইন নিউজ পোর্টাল ও ইউডিসি সহ বারটি সেবা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। এ সময় ই-সেবা গ্রহন ও প্রয়োজনী তথ্য জানতে অসংখ্য দর্শনার্থী স্থলে ভিড় জমায়।

উল্লেখ্য, সোমবার থেকে জুরাছড়ি উপজেলায় দুদিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্ধোধন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত