বান্দরবানে অবৈধভাবে জায়গায় দখলের চেষ্টা চালাতে গিয়ে কেয়ারটেকারকে মারধর ও ভয়ভীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ দুজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সুবিমল বিকাল তঞ্চঙ্গ্যার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন মো: মুজাফফর আহম্মদ। তার বিরুদ্ধে অবৈধভাবে পাহাড় কাটারও অভিযোগ রয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত গত কয়েক মাস আগে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে মুজাফফরকে আটক করে সাত দিনের কারাদন্ড প্রদান করেছেন আদালত। বেআইনীভাবে জবর দখল করার অভিযোগে মুজাফফরের বিরুদ্ধে যুগ্ন জেলা জজ আদালতে একটি মামলাও চলমান রয়েছে। যার মোকদ্দমা নং-৬১/২০০৯।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সুবিমল বিকাশ তঞ্চঙ্গ্যার কেয়ারটেকার রিপন সাহা বাদী হয়ে থানায় একটি এজাহার করেন। এজাহারে উল্লেখ রয়েছে ১০-১২জন লোক মুজাফফরের নির্দেশে তার উপর হামলা চালানো হয়েছে। হামলায় তার বেশ জখম হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় প্রাণনাশের ভয়ভীতিও প্রদর্শন করেছে। সুবিমল বিকাশ তঞ্চঙ্গ্যা তার আপন ভাই অমল কান্তি তঞ্চঙ্গ্যার কাছ থেকে ওই জায়গাটি ক্রয় করেছেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পৌরসভার বালাঘাটা ২নং ওয়ার্ডের ফজর আলী পাড়ায় অভিযান চালায়। অভিযানে এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করে। এরা হলেন, মো: বাদশা মিয়া ওরপে বেলাল (৩৫) ও মো: রফিক ওরপে ইসমাইল (৩৪)। অবৈধ দখলকারী মো: মুজাফফর পলাতক রয়েছে।
সদর থানার এসআই মো: এরশাদ জানান, সুবিমল বিকাশ তঞ্চঙ্গ্যার জায়গাতে বেআইনীভাবে অনধিকার প্রবেশ করে কেয়ারটেকারকে মারধর করে জখম ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.