লামায় দুদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন

Published: 09 Sep 2015   Wednesday   

লামায় মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।

লামা টাউন হলে মেলার উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনার মোঃ জাহিদ আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র কুমার মন্ডল, সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ, একতা মহিলা সমিতি’র সভানেত্রী খালেদা বেগম, লামা সোনালী ব্যাংক ম্যানাজার মোঃ শামীমুর রহমান সহ প্রমূখ। ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহে অংগ্রহনকারী স্টলগুলো হল  একতা মহিলা সমিতি, আজিজনগর, লামা, রুপসী পাড়া, গজালিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, একটি বাড়ি একটি খামার, সোনালী ব্যাংক লামা, লামা সরকারী উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামা মাতামুহুরী ডিগ্রী কলেজ, নুনার বিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়।

বক্তারা বলেন, একবিংশ শতাব্দীতে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে ইন্টারনেট ছাড়া আমাদের কোন বিকল্প নেই। কিন্ত লামা উপজেলায় ২জি নেটওয়ার্ক খুব ধীরগতির হওয়ায় নেট ব্যবহার করা যাচ্ছে না। আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে আমাদের ৩জি নেট ওয়ার্ককের আওতায় আনা দরকার।  বক্তারা ৩জি নেটওয়ার্কে উন্নীত করতে প্রশাসনকে অনুরোধ জানান।       

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

                

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত