সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫দফা বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে পিসিপির খাগড়াছড়ি সদর থানা শাখা ও খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক জেসিম চাকমা ও থানা শাখার সাধারণ সম্পাদক সোহেল চাকমা প্রমূখ। এর আগে একটি মিছিল খাগড়াড়ি সরকারি কলেজের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, বিগত ২০০০ সালে পাহাড়ি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রাম ও সমতলে সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষা প্রাথমিক শিক্ষাসহ ৫ দফা দাবিতে সংগ্রাম করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বরাবর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা সহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করা হয়। সে সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে পিসিপিকে চিঠি দেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি। এসব দাবি বাস্তবায়নে ২০১১ সালে তিন পার্বত্য জেলায় স্কুল-কলেজ ধর্মঘট পালন করা হলে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৬টি জাতিসত্তার (মারমা, চাকমা, ত্রিপুরা, সান্তাল, মনিপুরী, গারো) মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর ঘোষণা দেন। কিন্তু সরকার এখনো তা বাস্তবায়ন করেনি।
বক্তারা অভিযোগ করে আরও বলেন, শাসক শ্রেণী পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্তাসমূহের উপর প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতেও সরকার তেমন কোন উদ্যোগ গ্রহণ করছে না। ফলে শিক্ষার্থীদের উপর এর বিরূপ প্রভাব পড়ছে।
বক্তারা অবিলম্বে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫দফা বাস্তবায়নের জোর দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.