কাপ্তাইয়ে সরকারের অর্জিত সাফল্য নিয়ে আলোচনা সভা

Published: 09 Sep 2015   Wednesday   

বুধবার কাপ্তাইয়ে বর্তমান সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে র‌্যালী, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে ও উপজেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলসাত হোসেন, প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা মার্কেটিং অফিসার মোস্তাক আহমেদ, ওসি হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান সুভ্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, ওয়া¹া ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা, রাঙামাটি সংরক্ষিত মহিলা সাংসদের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

বক্তরা সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত