রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন বুধবার সম্পন্ন হয়েছে। এতে কমিটির সভাপতি হিসেবে জসিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক এম.এ মনছুর ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মোতালেব নির্বাচিত হয়েছেন।
কাউখালী বাজার এলাকার পোয়াপাড়া যুবকল্যাণ পরিষদ কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে ৮৬ জন ভোটারের মধ্যে ৮২জন ভোটাধিকার প্রয়োগ করেন। বুধবার দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন চলে। দিন শেষে প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে দলটির বর্তমান সভাপতি জসিম উদ্দিন খোকন পেয়েছেন ৫৬ ভোট। তার প্রতিদ্বন্ধি জাফর উল্লাহ পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে কাউখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমএ মনছুর পেয়ে ৪০ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে কাউখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন মাত্র ৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল মোতালেব ৪৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্ধি পতারা মিয়া পান ৩৫ ভোট।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.