রাঙামাটিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের উদ্যোগে পাকুয়াখালী গণহত্যা দিবস পালন

Published: 09 Sep 2015   Wednesday   

বুধবার রাঙামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে শোক সভা এবং দোষীদের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, রাঙামাটি জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের  জেলা কার্যালয়ে  শোকসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের জেলা কমিটির আহ্বায়ক বেগম নূর জাহান। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি পৌর কমিটির আহবায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ জেলা কমিটির আহবায়ক মুহাম্মদ ইব্রাহীম। বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হাসান বিজয়। সভা পরিচালনা করেন পৌর কমিটির সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান। শোকসভায় অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা কমিটির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম ভুট্টো, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, মোঃ রিপন, মোঃ খোকন, মোঃ মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোক সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

পার্বত্য নাগরিক পরিষদের জেলা আহবায়ক বেগম নুরজাহান তার বক্তব্যে বলেন, লংগদুতে পাকুয়াখালী ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বরে ভয়াবহ নৃশংস হত্যাকান্ডে ক্ষতিগ্রস্থরা তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের সন্তানদের পেটে দুবেলা ভাল আহার জুটে না, তারা শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য মৌলিক চাহিদা থেকে বঞ্চিত রয়েছে।

সভায় বক্তারা আদিবাসী নামে প্রচারণা নিষিদ্ধ এবং পাকুয়াখালী হত্যাকান্ডসহ পার্বত্য চট্টগ্রামের বিগত সময়ের সকল হত্যাকান্ডের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত