বান্দরবানের রোয়াংছড়িতে নারী উন্নয়ন ফোরাম স্বক্ষমতা বৃদ্ধিমূলক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলায় প্রশাসন উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির ছিলেন বান্দরবানে স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক মো:নুরুল্লাহ নূরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবা মং মার্মা,মহিলা ভাইস-চেয়ারম্যান মাউসাং মার্মা।
কর্মশালায় রোয়াংছড়ি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে মহিলা সদস্যারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প কর্মসুচি পরিদর্শন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.