লামায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের আলোচনা সভা

Published: 10 Sep 2015   Thursday   

বান্দরবানের লামায় বৃহস্পতিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন লামা পৌর শাখার উদ্যোগে এক জরুরী  সভা অনুষ্ঠিত হয়েছে।

লামা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন লামা পৌর শাখার সভাপতি এম. তমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের লামা উপজেলা শাখার সভাপতি ও লামা পৌরসভার সাবেক মেয়র তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা পৌর শাখার সহ-সভাপতি মোঃ হানিফ, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ সভাপতি জোৎ¯œা বেগম, সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, যুগ্ন সম্পাদক সুলতান মাহমুদ এরশাদ, সদস্য হাসিনা খানম সহ প্রমূখ।   অন্যান্যর মধ্যে  উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ শামছুদ্দোহা, আবুল কাসেম, মোঃ শাহাব উদ্দিন ও এনজিও কর্মী দিদারুল ইসলাম। 

সভায়  নবগঠিত লামা পৌরসভা কমিটির পরিচিতি ও সম্প্রতি সময়ে লামা উপজেলায় ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে স সম্প্রতি লামা হাসপাতালের চিকিৎসা নিতে আসা ত্রিপুরা কিশোরী হাসপাতাল কর্মচারী কর্তৃক ধর্ষিত হওয়ার ঘটনা ও লামা উপজেলা বৈল্ল্যারচরে বিয়ের নামের ধর্ষনের ঘটনা তদন্ত করে তাদেরকে আইনগত সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত