পাহাড়ের অন্ধকার পরিবেশকে একমাত্র আওয়ামীলীগ সরকারই আলোকিত করেছে-দীপংকর তালুকদার

Published: 10 Sep 2015   Thursday   

সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় শিক্ষার সুযোগ সৃষ্টি করে পাহাড়ের অন্ধকার পরিবেশকে একমাত্র আওয়ামীলীগ সরকারই আলোকিত করেছে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরেই সারা বাংলাদেশের মতো পার্বত্য দূর্গম এলাকায় শিক্ষার প্রসারে ব্যাপকভাবে কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ চালু হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। যা এ অঞ্চলের মানুষের জন্য ছিল কল্পনার মতো। অথচ রাঙামাটিতে উচ্চ শিক্ষা কার্যক্রম এখন বাস্তবতা।

তিনি বলেন, আওয়ামীলীগ লুটপাট ও সন্ত্রাসে বিশ্বাসী নয়, আওয়ামীলীগ গনতন্ত্রে বিশ্বাসী এবং জনগনের কল্যান করাই হচ্ছে আওয়ামীলীগের কাজ।

বৃহস্পতিবার লংগদু উপজেলার গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৩নং গুলশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজ আহমেদ,লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক, লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম, লংগদু উপজেলার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, লংগদু উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আজগর আলী, গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমূখ। আলোচনাসভা শেষে স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন।

স্কুলের অনুষ্ঠান শেষে গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন দীপংকর তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার আরও বলেন এমন এক সময় ছিল যখন পার্বত্য এলাকায় আওয়ামীলীগের রাজনীতি করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, সেই কঠিন পরিবেশ মোকাবেলা করে দীর্ঘ ২১বছর পর আওয়ামীলীগ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসেন। 

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তা অতীতে কোন সরকারের আমলেই হয়নি। তিনি বলেন, বছরের প্রথম দিনই স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরনসহ ছাত্র-ছাত্রীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে বর্তমান সরকার ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে উঠার  সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

তিনি বিদ্যালয়ের ভবন বর্ধিতকরণসহ স্কুলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি স্কুল অডিটোরিয়াম নির্মান করার আশ্বাস প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত