থানচিতে নৌকা ডুবিতে বিজিবি সদস্য নিখোঁজ

Published: 11 Sep 2015   Friday   

বান্দরবানে থানচি উপজেলার দুর্গম তিন্দু  এলাকায় এক বিজিবি সদস্য নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে থানচির উদ্দেশে ফেরার পথে নৌকা ডুবিতে তিনি নিখোঁজ হন। নৌকা ডুবিতে দুটি অস্ত্র ও ১০০ রাউন্ড গুলিও হারানো গেছে। নিখোঁজ সদস্যকে উদ্ধার অভিযান তৎপরতা চালানো হচ্ছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকেলে থানচির তিন্দু এলাকায় একটি নৌকা পাহাড়ি ঢলের পানির তিব্র ¯্রােতে উল্টে ডুবে যায়। নৌকাতে পাঁচ বিজিবি সদস্য ছিল। এ সময় নৌকায় থাকা বিজিবি সদস্য জুয়েল রানা (২২) নিখোঁজ হন। নৌকা ডুবিতে দুটি হাতিয়ার ও ১শ রাউন্ড গুলি হারিয়ে গেছে। বিজিবি ও স্থানীয়রা ব্যক্তিরা নিখোঁজ সদস্যকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। থানচির দুর্গম সীমান্তে গত এক সপ্তাহ ধরে বিচ্ছিন্নতাবাদী দমনে সেনা ও বিজিবি যৌথ অভিযান চালায়। অভিযান শেষে থানচি সদরে ফিরছিলেন বিজিবি সদস্যরা। ১৪টি নৌকায় করে থানচির উদ্দেশে দুর্গম বড় মদক থেকে যাত্রা করেন। সেনা ও বিজিবি মিলে প্রায় ৮০জন সদস্য ছিল নৌকা গুলোতে।

বিজিবি বান্দরবান সেক্টরের কর্মকর্তা মেজর জহির উদ্দিন বাবর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযান শেষে ফেরার পথে সাঙ্গু নদীতে পাহাড়ি ঢলের পানির ¯্রােতে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে বিজিবি ও স্থানীয়রা মিলে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ, গত মাসের ২৬ আগস্ট থানচির দুর্গম বড় মদক এলাকায় বিজিবির টহল বাহিনীর উপর মিয়ানমারের বিচ্ছিন্নতা বাহিনী আরাকান আর্মি গুলি চালায়। গুলিতে বিজিবি এক সদস্য আহত হন। এরপর থেকে সেনা ও বিজিবি বিচ্ছিন্নতা বাহিনীটিকে দমনে যৌথ অভিযান চালায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত