বান্দরবানে আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট শুরু কাল

Published: 11 Sep 2015   Friday   

শুক্রবার থেকে শুরু হচ্ছে বান্দরবানে ঐতিহ্যবাহী রাজা মাঠে কাল আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। বৃহস্পতিবার সকালে বান্দরবানে ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এটি চতুর্থবারের মতো আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট শুরু হচ্ছে।

সংবাদ সম্মেলনে আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সদস্য সচিব রাজেশ দাশ জানান, চতুর্থবারের মতো আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট কাল শুক্রবার রাজার মাঠে অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে আটটি দল অংশ গ্রহন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বিশেষ অতিথি বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দীপ্তি কুমার বড়–য়া, সাধারণ সম্পাদক ইসলাম বেবী প্রমুখ। টুর্ণামেন্টের বাজেট ধরা হয়েছে এক লাখ ২৯ হাজার টাকা। টুর্ণামেন্টের চ্যম্পিয়ন দল পাবেন ১০ হাজার টাকা প্রাইজমানি। রানাস আপ দল পাবেন পাঁচ হাজার টাকা। প্রতি ম্যাচে সেরা খেলোয়াড় বাচাই করে পুরষ্কার দেওয়া হবে।

আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সভাপতি মো: শাহ আলম জানান, বান্দরবান জেলা হারিয়ে যাওয়া ফুটবলকে জাগিয়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া মাদকের দিকে আসক্ত না হওয়ার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এ প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত