সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার অভিযোগ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিরোধীতার কারণে তিন পার্বত্য জেলায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ পার্বত্য শান্তি চুক্তি করলেও জনসংহতি সমিতি বিএনপি ও সমঅধিকার আন্দোলনের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তিন পার্বত্য জেলায় আওয়মীলীগকে একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দাড়ঁ করিয়েছে। এখন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এর নেতা কর্মীরা জীবন বাজী রেখে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার রাঙামাটিতে বাংলাদেশ কৃষক লীগের জেলা কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এ সব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিসদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ আখতার। অন্যান্যর মধ্রে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা , সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উন্মে কুলসুম স্মৃতি সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । বর্ধিত সভায় কৃষক লীগের রাঙামাটির ১০ উপজেলা থেকে নেতৃবৃন্দ যোগ দেন।
সভায় আগামী ১৪ নভেম্বর শনিবার বাংলাদেশ কৃষক লীগের জেলা কমিটির সন্মেলনের ঘোষনা দিয়ে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কৃষকলীগের জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জাহিদ আখতারকে আহবায়ক ও উদয় শংকর চাকমাকে যুগ্ম-আহবায়ক করে ৬ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতৃবৃন্দ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.