বরকলে পানিতে ডুবে যুবতীর মৃত্যু

Published: 11 Sep 2015   Friday   

রাঙামাটির বরকলে আইমাছড়া ইউনিয়নের জগন্নাথড়ছড়া গ্রামে শুক্রবার পানিতে ডুবে  এক যুবতীর মর্মান্তি মৃত্যু হয়েছে। তার শ্যামলিকা চাকমা (২০।  সেই জগন্নাথড়ছড়া গ্রামে ধনেশ্বর চাকমার মেয়ে। চার ভাইবোনের মধ্যে শ্যামলিকা ছিলেন দ্বিতীয়।

জানা যায়, শুক্রবার সকালে কলসি নিয়ে বিলে  পানি আনতে  যাই শ্যামলিকা চাকমা। পানি নিয়ে আসতে দেরী হলে তাকে ডাকতে যাই তার ছোট ভাই সমর বিন্দু চাকমা। ঘাটে গিয়ে তাকে খূঁেজ না পেয়ে বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ও এলাকার লোকজন পানির নিচ থেকে শ্যামলিকা চাকমাকে মৃত অবস্থায় উদ্ধার করে। শ্যামলিকা চাকমা মানসিক প্রতিবন্ধি ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত