বান্দরবানে থানচি উপজেলার নিখোঁজ বিজিবি সদস্যের লাশ শনিবার দুর্গম তিন্দুর বড় পাথর নামক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বিজিবি সদস্যর লাশ তার গ্রামের বাড়ী বাড়ি চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে নিখোঁজ বিজিবি সদস্য জুয়েল রানা’র (২২) লাশ থানচির তিন্দুর বড় পাথর এলাকা থেকে উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করার পর থানচি বলিপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। লাশ উদ্ধারের পর হারানো ১শ রাউন্ড গুলিও উদ্ধার করা গেছে। নৌকা ডুবিতে হারানো গুলি উদ্ধার করা গেলেও অস্ত্র দুটি এখনো পাওয়া যায়নি। তবে বান্দরবান বিজিবির পক্ষ থেকে লাশ উদ্ধারের কথা স্বীকার করলেও অস্ত্র ও গুলি হারানোর বিষয়ে নিশ্চিত করেননি।
বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার ওলিউর রহমান জানান, নিখোঁজ বিজিবি সদস্য জুয়েল রানার লাশ তিন্দু থেকে উদ্ধার করা হয়েছে। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার উদ্দেশে লাশটি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে থানচির তিন্দুতে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে বিজিবি সদস্যদের বহনকারী নৌকাটি উল্টে ডুবে যায়। মিয়ানমারের বিচ্ছিন্নাতাবাদী গ্রুপ আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান শেষে নৌকায় করে বিজিবি সদস্যরা ফিরছিলেন। নৌকাতে পাঁচ বিজিবি সদস্য ছিলেন। এ সময় নৌকায় থাকা বিজিবি সদস্য জুয়েল রানা নিখোঁজ হন। এসময় দুটি অস্ত্র ও ১শ রাউন্ড গুলি হারিয়ে যায়। বিজিবি ও স্থানীয়রা মিলে নিখোঁজ সদস্যকে উদ্ধারে কাজ চালিয়ে যায়। পরে শুক্রবার ঘটনাস্থলে নৌবাহিনীর একটি দল পৌছে উদ্ধার কাজ চালিয়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.