বরকল উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বাদ পরা ও যাদের জন্ম ২০০০ সালের ১জানুয়ারী তারাই হালনাগাদ ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হতে পারবেন। উপজেলায় এ কার্যক্রমে ৫ ইউনিয়নে তথ্য সংগ্রহকারী ৫৪জন ও সুপারভাইজার ১৫জনকে নিয়োগ দেয়া হয়েছে বলে নির্বাচন অফিস সুত্র জানিয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন জানান, তথ্য সংগ্রহের কাজ শেষ হলে রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার কাজ শুরু হবে। আগামী ১০ ও ১১ অক্টোবর ছোটহরিণা বাজার। ১২ ও ১৩ অক্টোবর ভুষণছড়া,১৪ ও ১৫ অক্টোবর আইমাছড়া ১৬ ও ১৭ অক্টোবর সুবলং ও ১৮ ও১৯ অক্টোবর বরকল সদরে ছবি তোলার কাজ করা হবে। এ নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ যদি বাদ পড়েন তারাই ২০ অক্টোবর বরকল উপজেলা সদরে এসে ছবি তুলতে পারবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.