বান্দরবান-রাঙামাটি সড়কে ব্রীজ বিধস্ত হয়ে সড়ক যোগাযোগ বন্ধ

Published: 13 Sep 2015   Sunday   
no

no

রাঙামাটি-বান্দরবান সড়কের কুহালং ইউনিয়নের আমতলী এলাকায় ভ্যালী ব্রীজ ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভ্যালী ব্রীজটি  ভেঙ্গে যায়।

জানা যায়,  রাঙামাটি-বান্দরবান সড়কের কুহালং ইউনিয়নের আমতলী এলাকায় শনিবার সকালে  ভ্যালী ব্রীজ দেবে যায়। এতে সকাল থেকে বান্দরবান-রাঙামাটি সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুপুর ১টার দিকে সেনাবাহিনীর ১৯ ইসিবি এবং সড়ক ও জনপদ বিভাগ  ব্রীজটি মেরামতের কাজ শুরু করে।

সেনাবাহিনীর ১৯ ইসিবির কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার আবুল কালাম জানান,ব্রীজ বিধস্ত হওয়ার সংবাদ পেয়ে সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে মেরামতের কাজ শুরু করা হয়েছে। যত দ্রুত সম্ভব ব্রীজটি মেরামত করে যানবাহন চলাচলে উপযোগী করে তোলা হবে।

বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী আজিজুল মোস্তফা জানান, যেহেতু সড়কটি সেনাবাহিনী নিয়ন্ত্রন করে তাই সড়কটির সুবিধা-অসুবিধা দেখার দাঢিত্বও সেনাবাহিনীর। বিধস্ত হওয়া ব্রীজটি দ্রুত মেরামত করতে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে  যন্ত্রপাতি ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করা হচ্ছে।

এদিকে ব্রীজটি বিধস্ত হয়ে পড়ায় বান্দরবান এবং রাঙামাটি গমনকারী পর্যটকসহ শত শত যাত্রীর দুর্ভোগ পোহাতে হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত