দীঘিনালায় বনভান্তের ৯৫ তম জন্ম দিবস পালন

Published: 09 Jan 2014   Thursday   

রাঙামাটির রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত অরহৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) ৯৫ তম জন্ম দিবস উপলক্ষে বুধবার(৮ জানুয়ারী) দীঘিনালা বন বিহারে দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচী পালন করা হয়েছে।দীঘিনালা বন বিহারে কেক কেটে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন বিহারাধ্যক্ষ শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। এসময় বৌদ্ধ দায়ক দায়িকাদের পক্ষ থেকে আর্যপুরুষ বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।এর পর অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের নব নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় স্বধর্ম দেশনা দেন শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। এসময় দীঘিনালা বন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নাথুরাম চাকমা বক্তব্য রাখেন। এর আগে কুজেন্দ্র লাল ত্রিপুরা বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল পিত্রপুরা বনভান্তের জীবনী সম্পর্কে আলোকপাত করে ন বলেন, বনভান্তে ছিলেন পাহাড়ী জনপদে বসবাসরত মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। ভগবান গৌতম বুদ্ধের অহিংসার বাণী প্রচারের মাধ্যমে এই অঞ্চলের মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা একাগ্রচিত্তে পালন করা হলে পাহাড়বাসীর জীবনে অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই।শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের তার স্বধর্ম দেশনায় বলেন, সব ধর্মেই শান্তি ও সম্প্রীতির নির্দেশনা রয়েছে। একমাত্র ধর্মীয় নিয়মনীতি পালনের মাধ্যমেই শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই নিজেকে পাপমুক্ত রাখার পাশাপাশি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়াত মহামানব শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের নির্দেশনা একাগ্রচিত্তে পালনের জন্য তিনি উপস্থিত স্বধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের প্রতি উপদেশ দেন।উপজেলা আওয়ামী লীগ ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ঃদীঘিনালা উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় সামাজিক নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন খাগড়াছড়ি আসনে নব নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। শুভেচ্ছা বিনিময়কালে দীঘিনালাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সংঘাতমুক্ত রাজনৈতিক পরিবেশ এই উপজেলার দীর্ঘদিনের ঐতিহ্য। যেকোন কিছুর বিনিময়ে এই রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত