বুধবার কাপ্তাই উপজেলা বিএনপি’র কাউন্সিল,নেতাকর্মীরা চাঙ্গা

Published: 15 Sep 2015   Tuesday   
no

no

দীর্ঘ ৬ বছর পর  বুধবার কাপ্তাই উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলকে ঘিরে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব বিরাজ করছে। মাঠ পর্যায়ের এসব নেতাকর্মীরা কাউন্সিলে নেতৃত্ব পরিবর্তনসহ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন চান। এ দীর্ঘ সময়ে কাপ্তাই উপজেলায় সরকার বিরোধী কোন আন্দোলন সংগ্রামে নেতৃবৃন্দের তেমন কোন ভূমিকা দেখেনি। তাছাড়া দলীয় কোন কর্মসূচীও এখানে পালিত হতে দেখা যায়নি। অথচ কাউন্সিল ঘোষনার পরপরই নতুন করে পদ প্রত্যাশীদের সরগরম উপস্থিতি লক্ষণীয় বলে  নেতাকমীরা জানিয়েছেন।

উপজেলা কাউন্সিলে সভাপতি পদে বর্তমান সভাপতি মহির উদ্দিন বর্তমান সাধারণ সম্পাদক মো. দিলদার হোসেন প্রতিদ্ধন্ধিতা করছেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লোকমান হোসেন সাবেক ছাত্র দল নেতা মো. ইয়াছিন মামুন, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ওয়াজি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকদল সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরী ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী রক্সি প্রতিদন্ধিতা করছেন।

কাউন্সিলে মোট ৮৭ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলা বিএনপির আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। ইতিমধ্যে পদ প্রত্যাশীরা দিনরাত নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে কাউন্সিলরদের ঘরে ঘরে ধর্ণা দিয়েছেন। কিন্তু মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নেতৃত্ব বাছাইয়ে সঠিক সিদ্ধান্ত নিবেন বলে একাধিক কাউন্সিলররা জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত