মঙ্গলবার খাগড়াছড়িতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি শহরের স্থানীয় কমিউনিটি সেন্টারে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) এর আয়োজনে ইউএনডিপি-সিএইচটিডিএফ ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় গণসচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা। খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান চ্ঞ্চুমণি চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারী অধিকার নেত্রী নমিতা চাকমা,লালসা চাকমা ও ব্লাস্ট প্রধান কার্যালয় এর এম ও ই সেলের সমন্বয়কারী এম হাফিজউদ্দিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের এডভোকেট সৌরভ দেওয়ান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সুপাল চাকমা। ব্লাস্ট রাঙামাটি ইউনিটের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অর্ধদিবস ব্যাপী সভায় সভায় দেড় শতাধিকের উপর কমিটির সদস্য অংশ নেন।
সভায় প্রথাগত আইনের পাশাপাশি প্রচলিত বিচার ব্যবস্থায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে সব আইন রয়েছে তা অংশগ্রহণমূলক পদ্বতিতে আলোচনা করা হয়। এছাড়া ইউএনডিপির পাড়াভিত্তিক পিডিসি এবং পিএনডিজির সদস্যদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায় সচেতনতা বৃদ্ধি এবং পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত করণীয় দিকগুলো আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শতরুপা চাকমা নারীদের আতœরক্ষার ক্ষেত্রটি জানতে হবে, পিছিয়ে থাকলে চলবে না। সমাজে শান্তি ফিরিয়ে আনতে নারী-পুরুষের সুসম্পর্ক অত্যন্ত জরুরী। সব পুরুষদের নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে তা পরিবর্তনের অবস্থান বা পরিবেশ তৈরি করতে হবে। সুবিধাবঞ্চিতরা আইনী বিষযগুলোর ব্যাপাওে যেমন সচেতন হবে তেমনি নারীর প্রতি সহিংসতার বর্তমান রূপ এবং করণীয় দিকগুলো সম্পর্কে জ্ঞান লাভ করবে।ব্লাস্টকে খাগড়াছড়িতে এ ধরনের আরও সভা করার জবন্য তিনি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.