বাঘাইছড়িতে আবারও পণ্য বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Published: 15 Sep 2015   Tuesday   
no

no

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সেগুন বাগানস্থ ১৪ কিলোমিটার এলাকায় মঙ্গলবার আবারও পণ্য বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, মঙ্গলবার একটি পন্যবাহী ট্রাক দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের সেগুন বাগানস্থ ১৪ কিলোমিটার পৌঁছলে একদল দুর্বত্ত গাড়ী গতিরোধ করে ট্রাক ড্রাইভার ও সহকারীকে নামিয়ে  দেয়। এসময় দুর্বৃত্তরা ট্রাক ড্রাইভার রবিউল ইসলাম ও তার সহকারীকে মারধর  করে এবং ট্রাকে প্রেট্রোল দিয়ে আগুন ধরিয়ে  দেয়। পণ্য বোঝাই ট্রাকটি খাগড়াছড়ি থেকে বাঘাইছড়ি উপজেলা সদরের মারিশ্যায় যাচ্ছিল। গাড়ীর মালিক শরিফ জানান, ট্রাকে তার প্রায়  চার লাখ টাকার পন্য ছিল। 

সাজেক থানার অফিসার ইনচার্স আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে পণ্য বোঝাই ট্রাকটি পুড়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চালাচ্ছে। এ ঘটনা নিয়ে যাতে কেউই অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় সাজেক থানায় মামলা দায়ের করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত