রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে এমজেএফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Published: 15 Sep 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানুষের জন্য ফাউন্ডেশনের(এমজেএফ) একটি প্রতিনিধি দল। 

পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতের সময় মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. শামীম ইমাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওয়াসিউর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নিখিল চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য যথাক্রমে জেবুন্নেসা রহিম ও সান্তনা চাকমা, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীণহিলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর লাল চুয়াক লিয়ানা পাংখোয়া ও এইচএসডিও’র চেয়ারপারর্সন মোঃ ফারুক উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ডঃ শামীম ইমাম তাদের ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট দেশের ১২২টি সংস্থার কার্যক্রমের উপর একটি প্রতিবেদন চেয়ারম্যানের হাতে প্রদান করেন। এসময় তিনি চেয়ারমানকে জানান,২০০৫ সাল থেকে এ জেলায় তারা গ্রীণহিল, টংগ্যা ও বিভিন্ন সংস্থার সাথে শিক্ষা ও এখানকার বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এছাড়া মোনঘর শিশু সদনে কম্পিউটার ও তাঁত বুননের উপর প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান,মানুষের জন্য ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিদ্যালয়ের এসএমসি কমিটিকে অর্থ প্রদানের মাধ্যমে আয়বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা প্রদানের পাশাপাশি অন্যান্য উন্নয়নমূলক কাজ করা হয়ে থাকে। পার্বত্য অঞ্চলের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তিনি আগামীতে জেলা পরিষদ ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার পাশাপাশি জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি অনেক এনজিও কাজ করছে। মানুষের জন্য ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান। তিনি এ জেলার উন্নয়নে যে সকল প্রতিষ্ঠান, সংস্থা ও প্রতিনিধিরা কাজ করছে তাদের নিয়ে আগামীতে একটি সভার মাধ্যমে পরবর্তী উদ্যোগ গ্রহণের কথা জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত