খাগড়াছড়িতে গরীব,অসহায় ও দুস্থদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

Published: 17 Sep 2015   Thursday   

খাগড়াছড়িতে  সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ১৫জন গরীব ও দুস্থদের মাঝে দেড় লাখ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা সমাজ সেবা অধিদপ্তরের হলরুমে এ ঋণ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য  ও খাগড়াছড়ি জেলা পরিষদের সমাজ সেবা অধিদপ্তর উন্নয়ন কমিটির আহবায়ক সতীশ চন্দ্র চাকম।

 প্রধান অতিথির বক্তব্যে খগেশ্বর ত্রিপুরা বলেন,১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ চালু করেছিলেন। সে আলোকে বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব, অসহায় ও দুস্থ মানুষদের জন্য সুদমুক্ত ঋণ বিতরণসহ নানান সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তাই দেশের অধিকাংশ মানুষ বর্তমান সরকারকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আগামীতে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

সমাজ সেবা অধিদপ্তরের উপস্থিত কর্মকর্তা- কর্মচারীদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কর্মদক্ষতার কারনে সমাজ সেবা অধিদপ্তর আজ অসহায় মানুষের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে। দেশের এনজিওগুলো যেখানে চক্রবৃদ্ধি হারে সুদ নিচ্ছে সেখানে সমাজ সেবা অধিদপ্তর  সুদমুক্ত ঋণ দিচ্ছে। বর্তমান সরকার সুদমুক্ত ঋণ বিতরণ করে প্রশংনীয় ভূমিকা রেখেছে। সরকার এ ধারা অব্যাহত রাখবে। এ ঋণ যথাসময়ে পরিশিাধ করারও একজন সুনাগরিকের দায়িত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত