বান্দরবানে আয়কর মেলার আয়োজন

Published: 19 Sep 2015   Saturday   

বান্দরবানের  করদাতা এবং ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে শনিবার আয়  মেলা উদ্ধোধন করা হয়েছে।

 বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে আয়কর মেলার উদ্ধোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।  চট্টগ্রাম কর অঞ্চল-২এর অতিরিক্ত কর কমিশনার মোঃ বজলুল কবির ভুইঁয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান চেম্বার অব কমার্স সহ-সভাপতি লক্ষীপদ দাস।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ-২ এর অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম,চট্টগ্রাম রেঞ্জ-৩ কর অঞ্চল-২এর যুগ্ন কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা,সদর উপজেলা নির্বাহী অফিসার অপর্না বৈদ্য, জেলা আওয়মীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী,মোঃ নুরুল আবছার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,আয়কর আমাদের দেশের মূল চালিকা শক্তি,দেশের জনগণ যারা ভ্যাট এর আওতায় আছেন তারা সঠিক ভাবে অর্ধেক জনগনও যদি ভ্যাট বা রাজস্ব ফাঁকি না দিয়ে সেটি যথাযথভাবে পরিশোধ করতো তাহলে সরকার আরও বেশী উন্নয়ন করতে পারতো। এর পরও যারা ভ্যাট বা রাজস্ব দিচ্ছেন তাদেরকে আরও উৎসাহিত করার জন্য সরকার বিভিন্নভাবে আয়কর মেলা,সভা,সেমিনার করে দেশের জনগনকে রাজস্ব দিতে উৎসাহ প্রদান করছে।

তিনি কর কর্মকর্তাদের উদ্যোশ্যে বলেন আপনারা আমার ব্যবসায়ী ভাইদের বুঝিয়ে,সুন্দরভাবে আয়কর দেওয়ার জন্য বলবেন,তাদেরকে ভয় ভিতি দেখিয়ে,মামলা করে তাদেরকে অহেতুক হয়রানী করবেন না,আপনারা যারা একেবারে আয়কর দিচ্ছে না তাদের কাছে গিয়ে তাদের আয়করের আওতায় নিয়ে এসে আয়কর বা রাজস্ব আয়ের পরিধি বাড়ান যারা রাজস্ব দিচ্ছে তাদের উপর রাজস্ব আরো বেশী বাড়িয়ে দিতে হবে বলে তাকে হতাশ করবেন না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত