খাগড়াছড়িত বিএমএসসি’র কলেজ শাখার নবীন বরণ ও কাউন্সিল

Published: 19 Sep 2015   Saturday   

খাগড়াছড়িতে মারমা স্টুডেন্টস্ কাউন্সিল(বিএমএসসি) খাগড়াছড়ি কলেজ শাখার নবম কাউন্সিল ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার খাগড়াছড়ি  ক্ষুদ্র-নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট হল রুমে  আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেীধুরী। খাগড়াছড়ি কলেজ শাখা আহবায়ক আনুমং মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  মারমা উন্নয়ন সংসদ,কেন্দ্রীয় কমিটি সভাপতি চাইথোঅং  মারমা , খাগড়াছড়ি সরকারি কলেজ ,অধ্যক্ষ, প্রফেসর ড.মোঃ আব্দুস সবুর খান, বিএমএসসি,কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি  সাহ্লাপ্রু মারমা, ,কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি সাচিং মারমা,রাঙামাটি সরকারি কলেজ শাখা সভাপতি আনুমা মারমা, রাঙামাটি জেলা কমিটি সভাপতি সানুমং মারমা, তরুণ লেখক ও সাহিত্যিক চিংহ্লামং মারমা প্রমুখ। এসময়  বিভিন্ন প্রতিষ্ঠানের কলেজের  ছাত্র-ছাত্রী  ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান  শেষে চাইথোয়াই মারমাকে সভাপতি ,ইথুন মারমা  সাধারণ সম্পাদক  রাম্্রাচাই চৌধুরী  সাংগঠনিক সম্পাদক   ১৭ জন  সদস্য বিশিষ্ট কলেজ কমিটি গঠন করা হয়  ।

বক্তারা বলেন, বিএমএসসি জন্মলগ্ন থেকে শিক্ষা, সামাজিক,সাহিত্য, সংস্কৃতি উপর কাজ করে আসছে । সুশিক্ষাই শিক্ষিত হয়ে দেশ ও জাতি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব । এছাড়া মারমাদের লোকসাহিত্য পাংখুং, ক্যাপা ও ঐতিহ্য  ছাত্র সমাজই টিকিয়ে রাখতে পারবে। নতুন ছাত্র নেতৃত্বের মাধ্যমে মারমা জাতিগোষ্ঠী অগ্রনী ভূমিকা রাখবে ।

প্রধান অতিথি বক্তব্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেীধুরী  মারমাদের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত